আবার একটা ফুঁ দিয়ে দাও - নির্মলেন্দু গুণ


আবার একটা ফুঁ দিয়ে দাও,
মাথার চুল মেঘের মতো উড়ুক ।
আবার একটা ফুঁ দিয়ে দাও,
স্বপ্নগুলো ছায়ার মতো ঘুরুক ।

আবার একটা ফুঁ দিয়ে দাও,
আটোমেটিক ঘড়ির মতো
চলতে থাকি একা ।

আবার একটা ফুঁ দিয়ে দাও,
অন্ধকারে সলতে হয়ে
জ্বলতে থাকি একা ।

আবার একটা ফুঁ দিয়ে দাও,
ফুসফুসে পাই হাওয়া ।

2 মন্তব্য:

Rumi said...

আবার একটা ফু না দিলে-
কেমনে হবে জীবন তরী বাওয়া!

Unknown said...

অসাধারন

Post a Comment