৫০ টি কবিতা ও 'দ্বি মাত্রিক এবং দিকভ্রান্ত'-র কিছু কথা


কবিতা মানুষকে কবি হতে শেখায় না বরং মানুষ হতে শেখায় ! প্রত্যেক কবিতার মাঝে একটা নিজস্ব প্রাণ আছে, যার টান শুধু যারা কবিতা পরে - উপলব্ধি করে, তারাই অনুভব করতে পারে ! তবে আমার কাছে নির্মলেন্দু গুণের কবিতার মাঝে অন্যরকম মুগ্ধতার সৌরভ মনে হয় ! কবিতা গুলো কবিকে চেনায় না, যেন আমাকেই বুঝায় ! কবিতা ভালোবাসি তাই নির্মলেন্দু গুণের কবিতা গুলো অসম্ভব ভালো পাই ! প্রতিদিন সময় পেলে সমুদ্রের উচ্ছল জলরাশি থেকে এক মুঠো জল তুলে নেই ! আমি সেই জল সারা গায়ে মেখে দিয়ে , রক্ত জবার সৌন্দর্য উপভোগ করি ! গুণ'দার প্রত্যেকটি কথার মাঝে নিজের অস্তিত্ব খুজে বেড়াই, যেন দুই পাশে সবুজ ফসলের মাঠের মাঝ দিয়ে হেটে যাই ! সেই ভালো লাগা থেকেই এই ব্লগ সাইটে প্রতিদিন আমি কিছু গুণ'দার কবিতা লিখি, যে গুলোর মাঝে বেঁচে থাকার রস পাই, আমার মনের কথা গুলোর ছন্দের মিল পাই ! বেশিদিন হয়নি এখানে লিখছি, একটি একটি করে গুণের ৫০ টা কবিতা রয়েছে এখন এই ব্লগে ! যতদিন মায়ার সংসারে আবদ্ধ না হচ্ছি ততদিন হয়ত এখানে লিখে যাবো ! ইচ্ছে আছে গুণের সব গুলো কবিতা থেকে রস আরোহন করে ছাড়বো ! আর গুণ'দার প্রেমিক/প্রেমিকারা হয়ত এখান থেকেও সেই অমৃতের স্বাদ নিতে পারবে ! সেই জন্যেই এই প্রচেষ্টা !



আলোকিত হোক এই নগরী, স্বাধীনতার পূর্ণ আনন্দ পাক আমাদের এই জননী, সব আধাঁর কেটে যাবে একদিন, সেই প্রত্যাশায় !


- দ্বিমাত্রিক এবং দিকভ্রান্ত



0 মন্তব্য:

Post a Comment