শুধু তোমার জন্য- নির্মলেন্দু গুণ


কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ
'এই ওঠো,
আমি, আ…মি…।'
আর অমি এ-কী শুনলাম
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।

10 মন্তব্য:

Unknown said...

ভাল কবিতা । আমি পছন্দ করি।

আলিম আল রাজি said...
This comment has been removed by the author.
Unknown said...

আমার,অনেক পছন্দের কবিতা রবিতরে এই
একটাকবিতা,আমি অনেকবার লাইভেপড়ছি।

Anonymous said...

অনেকবার পড়লাম

Unknown said...

আমার অনেক ভাললাগারকবি।

Unknown said...

আমার অনেক ভাল লাগার একটি কবিতা।

Unknown said...

হৃদয়ে দাগ কেটে গেল।

Unknown said...

ভালো লাগলো

Unknown said...

অনেক পছন্দের একটি কবিতা

Nadira Haque Lima said...

নির্মলেন্দু গুন এমন একজন কবি যার কবিতা হৃদয়ে আবেগ গুলোকে এক জায়গায় স্থির থাকতে দেয় না তাড়িত করে, ঘনীভুত করে, অস্থির করে তোলে মনকে।

Post a Comment