ইসক্রা - নির্মলেন্দু গুণ



সংগ্রামই সুন্দর
সংগ্রামই সত্য;
এ-ছাড়া আর যা
সবই ভুল তত্ত্ব ।


মেঘ থেকে বৃষ্টি
মাটি দেয় শস্য
পুড়ে-যাওয়া কাঠ
দেয় ছাই ভস্ম ।


কোকিল প্রচার করে বসন্তের গান
কবি দেন সামাজিক সত্যের সন্ধান ।


মার্কস, এঙ্গেলস, লেলিন...
ওঁরা আসছেন;
দয়া করে পথ ছেড়ে দিন ।


কোনোদিন শোষেকেরা
হয়তো বদান্য হতে পারে;
___এরকম সাধু কামনায়
দিন যায় ভাবুক কবির ।
জানে না সে এই নীতি
অবাস্তব, অচল স্থবির ।

0 মন্তব্য:

Post a Comment