ইসক্রা - নির্মলেন্দু গুণ



শুন হে শ্রমিক ভাই
সবার উপরে শ্রমিক সত্য
তাহার উপরে নাই ।


বড়ো প্রয়োজন সামনে এসেছে
ছোটো প্রয়োজন ছাড়তে হবে ।
জীবন হচ্ছে যুদ্ধক্ষেত্র
ভুল করলেই হারতে হবে ।


যে নদী সাগরে মেশে তার মৃত্যু নেই,
যে-কবি মিশতে পারে জনতা সাগরে,
তার ভাগ্য ঐ সমুদ্রমুখী নদীর মতই ।


পথিক বিশ্রাম করে দেখে
গর্ব করে শাল্মলীর ছায়া,
বৃক্ষ নয়, যেন সেই সব ।
রৌদ্র কয় 'দূর হ বেহায়া' ।

১০
দৃষ্টি যদি অন্ধ থাকে সমাজের দিকে
লাভ নেই তার নামাজে, আহ্নিকে ।

0 মন্তব্য:

Post a Comment