মুঠোফোনের কাব্য - নির্মলেন্দু গুণ


২০
আর কি আমি তোমায় ছাড়ি ?
ছাড়তে-ছাড়তে, ছাড়তে-ছাড়তে,
পৌঁছে গেছি ছাদ-কিনারে ।
এখন আমি রোদে পুড়ি,
জলে ভিজি;--এখন আমায়
আস্তে যেতে বাতাস নাড়ে ।
এখন আমি হাত ছাড়লেই মাটি ।

আর কি আমি তোমায় ছাড়ি ?
তুমি আমার শেষ-আশ্রয়, মাগো!
তুমি আমার দেশ, দুর্জয় ঘাঁটি ।

0 মন্তব্য:

Post a Comment