মুঠোফোনের কাব্য - নির্মলেন্দু গুণ


৪৫
ঝড় উঠেছিল, মেঘ ছুটেছিল,
ফুল ফুটেছিল বনে,
বিবাহ করিব, সংসার হবে,
স্থির হয়েছিল কনে ।
সেই লগ্নে এসেছি পালিয়ে
এই সুদূর লন্ডনে ।

জাহান্নামে যাক যক্ষ__,
মেয়েটি তো রক্ষা পেলো ।

৫১
তাড়া দিও না, নাড়া দিও না ।
চুপ ক'রে থাকো মেয়ে ।

Hold your body
and let me love.

মনে করো তুমি লতা,
উঠছো চীনের দীর্ঘ-প্রাচীর বেয়ে ।

কাজের সময় কোনো কথা নয় ।
চুপ ক'রে থাকো মেয়ে ।

0 মন্তব্য:

Post a Comment